UsharAlo logo
মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদার ইখড়ি এলাকায় যুবকের আত্মহত্যা

pial
অক্টোবর ২৩, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা সদর ইখড়ি গ্রামের এক যুবক আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর পাঁচটার মধ্য উপজেলার ইখড়ি গ্রামের ইস্কেন্দার শেখের ছেলে মুদি দোকান ব্যবসায়ী আব্দুল্লাহ শেখ (২৫) নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সহিত গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

সকালে বাড়ির স্বজনরা তাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
পরে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এফএসপি)