UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

pial
আগস্ট ২২, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের বৌসুন্দরীতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই জনকে জেল ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সহ আইন শৃঙ্খলা বাহিনী গত রবিবার দিবাগত রাত বারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাতলেডাঙ্গা বৌউসুন্দরী এলাকার মোঃ সোবহান শেখ (৩৫)ও মোঃ রমজান খন্দকার(২৫) কে মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক উভয়কে ছয় মাসের কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় তেরখাদা থানা এস আই কাফি খাঁন সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)