UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে আজ

ঊষার আলো
মার্চ ২৯, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে আজ বাংলাদেশ ফুটবল দল স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌনে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলন শেষে ২ দলের অধিনায়ক মাঝখানে ট্রফি রেখে ছবি তুলেন। একটু আগে ২ জনই বলে এসেছে, এই ট্রফিটা তাঁর চাই।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার একটাই কথা, ‘ট্রফিটা আমি দেশে নিয়ে যেতে চাই। আশা করছি, কাল আমরাই ভালো খেলব এবং জিতব। আর দল হিসেবেও নেপালের চেয়ে এগিয়ে থাকবো আমরা।’
নেপাল অধিনায়ক কিরন কুমার লিম্বু বলেছেন, ‘গত ২ ম্যাচে দলের পারফরম্যান্সে খুবই খুশি আমি। হ্যাঁ এটা ঠিক, গোল হয়নি। তবে খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। ফাইনালে নিশ্চয় আমরা গোল পাব, ট্রফিটা নিজেদের দেশে রেখে দিতে পারব।
বাংলাদেশের কোচ জেমি ডে, ‘এই ম্যাচটা যদি বাংলাদেশে হতো আমিও আমাদেরকেই এগিয়ে রাখতাম। এখানে অন্তত সমান সুযোগ থাকবে ২ দলের।
টুর্নামেন্টে এ পর্যন্ত ২ দলের যে পারফরম্যান্স তাতে করে সত্যিকার অর্থে এগিয়ে রাখা যাচ্ছে না নির্দিষ্ট কোনো দলকে। ২ দলই রক্ষণকাজে, সংগঠনে দৃঢ়তা দেখিয়েছে, যা দেখা যায়নি তা হলো ব্যক্তিগত ঝলক আর অসাধারণ কোনো মুহূর্ত। নেপাল ম্যাচে ১২তম মিনিট থেকে পরের কয়েক মিনিট ওয়ান টাচ ফুটবলের অনুপম প্রদর্শনীতে স্বাগতিক দর্শকদেরও মোহিত করেছিল বাংলাদেশ দল। তেমন কিছু মুহূর্ত ম্যাচে কয়েকবার এলে একবার গোল হয়ে যেতেই পারে, কারণ তখন প্রতিপক্ষকে মনে হয় দিশাহারা, তারা পজিশন হারায়। ফাইনালে কী হয় সেটিই এখন দেখার অপেক্ষা।

(ঊষার আলো- এম.এইচ)