UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত প্রবাসী

ঊষার আলো রিপোর্ট
মে ১৪, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে সৌদি আরবগামী প্রবাসী বাবলুর রহমান (৫০) নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে শিবচরের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার বাসিন্দা। বুধবার সকালের ফ্লাইটে সৌদিতে ফেরার কথা ছিল তার।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহণ ঢাকা যাচ্ছিল। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোর ৫টার দিকে মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়েতে বাসটি থামান চালক। এ সময় বাবলুসহ বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নামেন। কিছুক্ষণ পর ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বাবলু নামে ওই যাত্রী। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল বলেন, ‘নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঊষার আলো-এসএ