UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিঘলিয়ায় ধারালো অস্ত্রাঘাতে এক যুবক গুরুতর আহত

ঊষার আলো
এপ্রিল ১৩, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামে আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেকিক্স বিভাগে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার পেশায় গ্রাম্য ডাক্তার।
আনোয়ার হোসেনের শ্বশুর শহিদুল শেখ ও স্ত্রী স্বপ্না জানান, সোমবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে আনোয়ার বাড়ি থেকে বাইরে বের হয়। এ সময় ইসমাইল নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের ২ হাত, মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত আনোয়ার পানিগাতী গ্রামের মৃত শাহাদাত শেখের ছেলে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
চিকিৎসকরা জানান, আনোয়ারের ডান হাতের ৪টি শিরা কেটে গেছে। এছাড়া শরীরের আরও ৩টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে তার অপারেশন সম্পন্ন হয়।

(ঊষার আলো-এমএনএস)