ঊষার আলো ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ও দামকুড়া থানার দুই পরিদর্শক পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত সিআইডির একজন নারী পরিদর্শককে উত্ত্যক্ত এবং হয়রানি করেছেন বলে নালিশ করেন নারী পরিদর্শক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত দুই পরিদর্শক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত মঙ্গলবার আরএমপির কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। একাডেমির অধ্যক্ষ আবেদনটি বিবেচনা করার সুপারিশ করেন। দুইজনই সেই নারী পরিদর্শককে নানাভাবে উত্ত্যক্ত করতেন।
(ঊষার আলো-এফএসপি)