বাগেরহাট প্রতিনিধি : প্রতিনিয়ত গ্রাম্য কোন্দল ও সংঘর্ষের অংশ হিসাবে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে আবারও গ্রাম্য সংঘর্ষ হয়েছে। দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২টি গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুইজন কে কুপিয়ে জখম ও বসতবাড়ী ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি হয়েছে উপজেলার রাজপাট গ্রামে সোমবার বিকেলে। আহতদের খূলনায় হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানায়, এলাকার সাবেক ইউপি সদস্য সৈয়দ শেখ সোমবার দুপুরে বাড়ীতে খড়ের পালা দিচ্ছিলেন। এ সময় তার আপন ভাই হারুন শেখ উক্ত খড়ের পালা দিতে বাধা প্রদান করেন। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে ঝগড়া শুরু হয়। দুই ভাইয়ের ঝগড়া থামানোর জন্য এগিয়ে আসে তাদের আপন চাচাতো ভাই মাছরুল শেখ (৬২)। এ সময় হারুন শেখের পক্ষের লোকেরা মাছরুল শেখ কে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে সৈয়দ শেখের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে হারুন শেখকে কুপিয়ে জখম করে। জখম হওয়া দুই জনকে সন্ধ্যার দিকে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার জের ধরে এলাকার মাবু শেখ ও তুষার শেখের বাড়ী ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার হয়েছে বলে ওই পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। র্দুবৃত্তরা মাবু শেখের বাড়ীর একটি ঘরের মেঝেতে কাপড়ে আগুন ধরিয়ে বলেও জানানো হয়। তুষার শেখের স্ত্রী লাকি বেগম ও তার মা জানান, হারুন শেখের পক্ষের ১০/১৫ জন যুবক দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তাদের বাড়ীর মধ্যে জোরপূর্বক প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময়ে চার যুবক ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাস মঙ্গলবার (১৭ মে) সকালে বলেন, আহত হারুন শেখের পক্ষ হতে একটি অভিযোগ পাওয়া গেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রকৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঊষার আলো-এফএসপি)