UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশকে নিয়ে বার বার খেলতে দেয়া যায় না: প্রধানমন্ত্রী

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৮, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

সহিংসতায় নিহতদের পরিবারকে অর্থ সহায়তা প্রদানকালে শেখ হাসিনা বলেন, ‘এই খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক তারা যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে। আমি আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন তাহলে আমাদের জানাবেন। কারণ এভাবে বাংলাদেশকে নিয়ে বার বার খেলা এটা আর হতে দেয়া যায় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু বার বার সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাধা দেয়া হচ্ছে। এটা তো কাম্য নয়। বাংলাদেশকে নিয়ে বার বার খেলতে দেয়া যায় না।

রোববার গণভবনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ক্ষেদ প্রকাশ করে বলেন, ‘মানুষ কী দোষ করল যে এভাবে খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন? এটা কবে হয়, কখন হয়। সাধারণ মানুষ কী দোষ করেছে?’

নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘আমি বুঝি আপনাদের বেদনা। আমার তো প্রতিনিয়ত বাপ, মা, ভাই, ভাইয়ের বউদের হারানার বেদনা নিয়ে চলতে হচ্ছে। ছয় বছর দেশে ফিরতে পারিনি। ফিরতে দেয়া হয়নি। তারপর দেশে আসছি, সারা বাংলাদেশ ঘুরছি।

‘চেয়েছি এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে। সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু বার বার এ ধরনের ঘটনা ঘটাবে, সন্ত্রাসী ঘটনা ঘটাবে। এটা তো কাম্য নয়। মানুষ কী দোষ করল যে এভাবে মানুষ খুন করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের মতোই একজন। বাবা-মা, ভাই হারানো এতিম। কাজেই আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আপনাদের পাশে আছি।

‘এই খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে তারা যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে। আমি আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন তাহলে আমাদের জানাবেন। কারণ এভাবে বাংলাদেশকে নিয়ে বার বার খেলা এটা আর হতে দেয়া যায় না। কাজেই আমি আপনাদের সাহায্য চাই।’

তিনি বলেন, ‘আপনার আপনজন হারিয়েছেন। একটা শোক সইতে পারেন না। আর আমি কী শোক নিয়ে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। কেন? শুধু এ দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এভাবে বাধা দেয়া, যা কিছু করি জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেয়া। এটা তো কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ মানুষই তো সুবিধা পেত। মেট্রো রেলে কারা চলত, এক্সপ্রেসওয়েতে কারা চলে? মানুষের কাজ করাই তো আমার কাজ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার এটা কি কেউ করতে পারে? একজন মুসলমান একজন মুসলমানের পা বেঁধে এভাবে ঝুলিয়ে রাখবে? যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের বিচার অবশ্যই করা হবে। তাদের বিচার করতে হবে, না হলে মানুষের নিরাপত্তা দেয়া যাবে না।’

নিহতদের স্বজনদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, ‘আপনাদের কাছে শুধু এটুকু বলবো, আপনারা সবুর করেন। আর আল্লাহকে ডাকেন যেন এসব খুনি-জালেমের হাত থেকে আমাদের দেশটা রেহাই পায়।

‘আমি আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এটিই সবচেয়ে কষ্টের। স্বজন হারানোর ব্যথা ভোলার না, সেটা আমি জানি। তবুও আল্লাহ আপনাদের সবুর দিন সেটা আমি চাই।’