ঊষার আলো রিপোর্ট : মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫৭ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ২৭ হাজার ৫১০ জন। এদিনে করোনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭ জনের।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও তের হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাত লাখ। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৩১ হাজার ৪৯৫ জনের। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪৫ লাখ ৬৯ হাজার ৩২২ জন। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
(ঊষার আলো-আরএম)