UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

usharalodesk
জুন ৬, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা বিভাগের ৬জন, ঢাকা  ৪ , চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ৩ জন রয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮৩৯ জনে। দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট লাখ ১০ হাজার ৯৯০ জন। রোববার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯৫ জন। এ নিয়ে সুস্থ হন সাত লাখ ৫১ হাজার ৩২২ জন। এদিনে ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। টেস্ট করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০.৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৪১ শতাংশ।

(ঊষার আলো-আরএম)