UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, সনাক্ত ১১৪০

ঊষার আলো
মে ১২, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও এক হাজার একশ ৪০ জন। বুধবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৫ জনে। আর দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে। এ নিয়ে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৯২৮ জন। মোট সুস্থ হয়েছে সাত লাখ ১৮ হাজার ২৪৯ জন। মঙ্গলবার (১১ মে) দেশে করোনায় ৩৩ জন মারা গেছে, আর নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩০ জন।

(ঊষার আলো-আরএম)