UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৫৯ জনের মৃত্যু, আক্রান্ত ৬,৪৬৯

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দেশে করোনাভাইরাসে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ৫৯ জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ২৪ জন। এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেলেন ৯ হাজার ১০৫ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ বাংলাদেশি। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে দুই হাজার ৫৩৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে, এছাড়াও চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ১ জন, সিলেটে ৫ জন ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)