UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ৬৭ জনের প্রাণহানি

usharalodesk
জুন ১৯, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৪৭ দিন পর দেশে শনিবার (১৯ জুন) সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৪৬৬ জনে। নতুন করে করোনায় আরও আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫৭ জনে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। এদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৭২৫ জন । এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৮০ হাজার ১৪৬ জন। শনিবার(১৯জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)