ঊষার আলো ডেস্ক : দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে। রোববার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে পুরুষ ৫৫ ও নারী ২৭ জন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩২ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৫১ হাজার ৬৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৪৬ শতাংশ। সুস্থতার হার ৯১.৯০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
(ঊষার আলো-আরএম)