ঊষার আলো ডেস্ক : দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৩ হাজার ৯৮৮ জন।
১৩ আগস্ট সকাল ৮টা থেকে ১৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ছয় হাজার ৮৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।
আজ শনিবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় কোভিড শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। আর এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার মোট হার ৯০ দশমিক ৭৩ শতাংশ। এবং করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭০ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৭ জন, খুলনা বিভাগের ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ৪৫ জন, রাজশাহী বিভাগের ১৪ জন, বরিশাল বিভাগের ৭ জন, ময়মনসিংহ বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১১ জন ও রংপুর বিভাগের ৬ জন।
(ঊষার আলো-এফএসপি)