UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়ালো

pial
অক্টোবর ১, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। চলতি বছরে এ পর্যন্ত (৩০ সেপ্টেম্বর) ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। গত বছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২৮ হাজার ৪২৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪০ জন।

শনিবার (১ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, এক দিনে নতুন ২৪০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ জন। দেশে এখন বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯১৬ জনে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৪৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৪৬৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৯২ জন। তার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ১২০ জন।

আন্যদিকে, দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এই বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

প্রসঙ্গত, ২০১৬ সালে সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয় ছয় হাজার ৬০ জনের। ২০১৭ সালে ডেঙ্গু শনাক্ত হয় দুই হাজার ৮৮৫ জনের। ২০১৮ সালে সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয় মোট ১০ হাজার ১৬২ জনের। ২০১৯ সালে ডেঙ্গু শনাক্ত হয় এক লাখ ১ হাজার ৩৫৪ জনের। ২০২০ সালে ডেঙ্গু শনাক্ত হয় ১ হাজার ৪০৫ জনের।

(ঊষার আলো-এফএসপি)