ঊষার আলো ডেস্ক : দেশের ১৬টি সরকারি হাসপাতালে ২৮টি রোগনির্ণয় যন্ত্র বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকার ঘটনাটি তদন্তের নির্দেশ দিলেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানির ওপর রবিবার (১২ সেপ্টেম্বর) রুলসহ এ আদেশ দিয়েছে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
রুলে দীর্ঘ দিন ধরে রোগনির্ণয় যন্ত্রপাতি এভাবে পড়ে থাকায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ১৬ হাসপাতালের পরিচালকসহ ২১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এরআগে, ১৬ হাসপাতালে ২৮টি যন্ত্র বাক্সবন্দি শিরোনামে গত ২৪ আগস্ট একটি জাতীয় পত্রিকায় প্রতিবদেন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে গত ২৬ আগস্ট জনস্বার্থে হাইকোর্টে রিট করেন মনোজ কুমার ভৌমিক।
(ঊষার আলো-আরএম)