ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরস্থ আঞ্জুমান স্কুলে সোমবার (১০ মে) সকাল ১১ টায় শেখ ইমাম হোসেন এর নেতৃত্বে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প থেকে করোনার প্রার্দুভাবে কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সকল অসহায়, দুস্থ ৩’শ পরিবারের মাঝে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুর্শিদ কামাল, শেখ সাদী, আনসার আলী, কালাম শিকদার, মতলেবুর রহমান মিতুল, আরব আলী সরদার, খবির উদ্দিন, মিজানুর রহমান মিজান, মাজেদ হাওলাদার, মাসুদুর রহমান রানা, আঃরাজ্জাক, শেখ জাকির হোসেন, লিটন খন্দকার, শেখ তাহাজ্জুদ হোসেন, রিয়াজ শাহেদ, শেখ মোঃনাজিম, রোবায়েত হোসেন বাবু, নুরুজ্জামান নিশাত, ইজ্ঞিঃ নুর ইসলাম বাচ্চু, জাকারিয়া মিন্টু, কাজী নেহেবুল হাসান নেহিম, মোল্লা সোহেল, এম,এম জসিম, শামীম আজাদ খান মিলু, মাঈনুল ইসলাম, মাহাবুব হোসেন, জাকির হোসেন, নাসির উদ্দিন সোহেল, সুমন খান, হেদায়েতুল্লাহ দিপু, মোঃ আল-আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, পারভেজ মিজান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, এহসানুল হক শিথিল, জুবায়ের হাসান রাফি, সোহেল, আশিক, রাকিব, মহিদুল ইসলাম, শফি, রনি, আলামিন সরদার রতন, এম আর জয়, রাসেল, সোনা মিয়া, বিপ্লব, জুম্মান প্রমুখ।