UsharAlo logo
সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২

ঊষার আলো
অক্টোবর ১৩, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে
৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে দৌলতপুরের আমতলার মোড়ের মৃত: রশিদুজ্জামানের পুত্র মোঃ শেখ অহিদুজ্জামান ওরফে অভি (৩১) এবং সোনাডাঙ্গা ৩নং আবাসিকের ছায়রা স্মরণীর আব্দুর সালাম মৃধার পুত্র মোঃ সাব্বির আহম্মেদ (২৫)।

কেএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)