UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে ডিবির অভিযানে জুয়ার লটারি সহ আটক ১

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নগরীর দৌলতপুর থেকে জুয়ার লটারি সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবির ওসি তৈমুর ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি বলেন আজ রবিবার (২৯ ডিসেম্বর) রাতে নগরীর দৌলতপুর থেকে জুয়ার লটারির টিকিটসহ দৌলতপুর থানার দেয়ানা এলাকার ইব্রাহিম এর পুত্র কামরুল হোসেন এরশাদকে আটক করা হয়। আটককৃত এরশাদ এর কাছে সাংবাদিকরা নাম ঠিকানা জানতে চাইলে বলেন আমি দেয়ানার যুবদলের নেতা নিউজ করলে কি হয়। সে নিজেকে দেয়ানা যুবদলের সভাপতি হিসেবে দাবি করেন। নিউজ করে কোন লাভ নেই ও সব নিউজ করলে কিছুই হবেনা সাংবাদিক জানতে চান এ লটারি চালায় কে তখন সে বলে আমি নিজেই চালায় । এদিকে জুয়ার লটারি সহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তদবির করা হচ্ছে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা যায়।

দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: সুজন হোসেন বলেন, ওই নামে দেয়ানায় যুবদলের কোন সভাপতি নেই।
উল্লেখ্য গত ২৩ ডিসেম্ভর থেকে গিলাতলা বালুরমাঠে মাসব্যাপি মিনি বানিজ্যিক মেলা নামানো হলেও মেলার অন্তরালে জুয়ার লটারির টিকিট ও চরকা খেলা হচ্ছে। এদিকে মেলা শুরু হওয়ার পর থেকে হঠাৎ করে নগরীর বিভিন্নস্থানে চুরি ও ছিনতাই বেড়েছে।

ঊ/আ-এইচআর