UsharAlo logo
শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে সিরাজুল ইসলাম সুজন (৪২) নামে এক মাছ ব্যবসায়ীকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শেখ পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তার আত্মীয় স্বজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন।

খুমেক হাসপাতাল সূত্রে মতে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখ পাড়া বাজার মোড় আস্তানা জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে শামীম সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তিরা এসে মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সুজনকে ধারালো ছুরি দিয়ে পিঠে ও হাতে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে তার আত্মীয় স্বজনরা ঘটনা স্থল থেকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন। তাকে সার্জারি বিভাগ-২ এর ১১-১২ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জানা গেছে তার বড় বাজারে মাছের ব্যবসা রয়েছে।

ঊ/আ-কেএইচ-এম