আধিপত্য বিস্তার
খুলনা মহানগরী রাত সাড়ে ১১টায় লবনচড়া থানাধীন উত্তর হরিণটানা হাওড়া ব্রিজ প্রেম গলির মধ্যে মাদক ব্যবসায়ী, একাধিক মামলার আসামি একরামকে সন্ত্রাসীকে চাপাদিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে৷
খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, গুরুতর আহত একরাম পূর্ব বানিয়া খামার, ডি-আলী স্কুলের এলাকার বাসিন্দা তোতা মিয়ার পুত্র। মাদক বিক্রিকে কেন্দ্র করে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে তাকে কুপিয়েছে। বর্তমানে সে খুলনা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
ঊআ-বিএস