ঊষার আলো রিপোর্ট : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.সৌমিত্র শেখর ট্রেজারার প্রফেসর ড.আতাউর রহমান, রেজিষ্টার কৃষিবিদ হুমায়ুন কবীরের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
হলসমূহ গত ৬ আগস্ট থেকে খোলা হলেও এখন পর্যন্ত লাপাত্তা নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফলে ক্যাম্পাস খুললেও ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। পিছিয়ে যাচ্ছে ক্লাস, পরীক্ষা।
এদিকে উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে ভিসি, রেজিস্ট্রার, ট্রেজারার, পরিবহণ প্রশাসক, ডিপিডি হাফিজ ও জুবায়েরকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে, সকল ধরনের দলীয় ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীর রাজনীতি নিষিদ্ধ করতে হবে এর ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে ।
প্রশাসনের প্রহসনমূলক প্রজ্ঞাপন বাতিল করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নতুন প্রশাসনিক দায়িত্ব বণ্টন করতে হবে।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড.সৌমিত্র শেখরের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিক্ষার্থীরা জানান, ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ঊষার আলো-এসএ