UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ডেঙ্গু রোগীসহ হাসপাতালে ভর্তি মোট ২৭

pial
মে ২২, ২০২২ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

রবিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার বাইরে সারাদেশে নতুন ও পুরাতন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।
চলতি বছরের ০১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ২৪৯ জন। একই সময়ে তাদের মধ্য হতে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২২২ জন রোগী।

(ঊষার আলো-এফএসপি)