UsharAlo logo
মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা: ফিফা

usharalodesk
অক্টোবর ১, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের আগামীর গর্ব হামজা চৌধুরীকে নিয়ে এর চেয়ে আর কী সুন্দর উপমা ব্যবহার করতে পারতো ফিফা! বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এমন এক দিনে এই তকমা দিল, যে দিনটা হামজার জন্মদিন।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা আজ ২৭ বছর পূর্ণ করেছেন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছে। নীল জার্সি পরা হামজাকে নিয়ে ক্যাপশনে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে ফিফা।

বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৬ মিনিটে হামজাকে নিয়ে পোস্ট করেছে ফিফা। মুহূর্তের মধ্যেই ওই পোস্টে দেখা গেছে হাজারো প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে বেশির ভাগই বাংলাদেশি ভক্ত-সমর্থক। অনেকেই হামজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ একজন লিখেছেন, আশা করি হামজা বাংলাদেশের হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের মতো ফুটবল দুনিয়ায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে।

ওই পোস্ট শেয়ারও করেছেন অনেকে।

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি। লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র তারা (এফএ) ফিফার কাছে পাঠিয়েছে বলে মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন।
ঊষার আলো-এসএ