UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

ঊষার আলো
জুন ২০, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়েছে। সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এই নিয়ে তাদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষ থেমে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

ঊষার আলো-এসএ