UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নর্থ মেসিডোনিয়ায় হাসপাতালে আগুন, ১০ জনের প্রাণহানি

ঊষার আলো
সেপ্টেম্বর ৯, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নর্থ মেসিডোনিয়ায় হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগীর প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টায় এ ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের পর পরই ঘটনাস্থলে যেয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপস বলেছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এক টুইট বার্তায় স্বাস্থ্য মন্ত্রী জানান, এটি দুঃখজনক দিন। রাজধানীর স্কোপজের হাসপাতালে কয়েকজন রোগীকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসকরা আহতদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এ অগ্নিকাণ্ডের ঘটনাকে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। কিন্তু এ বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

 

(ঊষার আলো-আরএম)