UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে চক্ষু হাসপাতাল সিলগালা

pial
মে ৩১, ২০২২ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানে নেমেছে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৩০ মে) বিকেলে সিংড়া উপজেলার সহকারি কমিশনার আল ইমরান এর নেতৃত্বে পৌর শহরের আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করে অনুমোদনের কোনো কাগজপত্র না পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করে দেওয়া হয়। এই সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড মো. আল ইমরান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অবৈধ ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দেয়া হচ্ছে। সকল অবৈধ ক্লিনিক বন্ধ না হওয়া এ পর্যন্ত অভিযান চলবে।

(ঊষার আলো-এসএইস)