UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নানা আনুষ্ঠানিকতায় চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

usharalodesk
মার্চ ২৬, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হচ্ছে। শুক্রবার (২৬ মার্চ) ভোরে দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সুচনা করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুন এমপি। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো।
সকাল ৮টায় পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কর্তৃক জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ পরিদর্শন। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন জেলা প্রশাসক। এছাড়া দিনব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সন্মান জানিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন রাখা হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)