UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নাভালনি যদি জেলে মারা যান তার পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে: যুক্তরাষ্ট্র

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যেকোনও সময় জেলের মধ্যেই মারা যেতে পারেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে রবিবার (১৮ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হয় ।

অন্যদিকে, যদি এমনটি ঘটে তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সংবাদ মাধ্যমে বলেছেন, নাভালনির এ অবস্থার জন্য দায়ী রাশিয়া। তিনি যদি মারা যান তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে রাশিয়াকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতিতে তাদের অবস্থান পুনরুল্লেখ করেছেন।

তাতে বলা হয়, নাভালনির সুস্থতার জন্য রাশিয়ান কর্তৃপক্ষ দায়বদ্ধ। কাজেই আমরা তার প্রয়োজন মত অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সুবিধা অবিলম্বে নিশ্চিত করার আহ্বান জানাই।

এদিকে নাভালনির বিরুদ্ধে যেসকল অভিযোগ আনা হয়েছে, সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করেছে ইউরোপিয়ান কাউন্সিল। তারা জানিয়েছে, নাভালনির অবনতিশীল স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আলোচনা করবে সোমবার (১৯ এপ্রিল)। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, নাভালনি আস্থা রাখেন যে এমন মেডিকেল পেশাদারদের সেবা পাওয়ার জন্য। অবিলম্বেই তাকে অনুমতি দেওয়ার জন্য আমরা রাশিয়ান কর্তৃপক্ষে সাথে কথা বলেছি। তার নিরাপত্তাসহ জেলে তার স্বাস্থ্যগত বিষয়ের জন্য রাশিয়ান কর্তৃপক্ষ দায়বদ্ধ।

(ঊষার আলো-এফএসপি)