UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ থেকে ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঊষার আলো
ডিসেম্বর ১০, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :নারায়ণগঞ্জ থেকে যাত্রী সংকটের অজুহাতে পাঁচ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা। তাদের দাবি, সরকারি দলের নির্দেশনায় নয়, বরং যাত্রী সংকটের কারণে বাধ্য হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের পন্টুনে পাঁচ রুটের অর্ধশতাধিক লঞ্চ নোঙর করে রাখা হয়েছে।লঞ্চ টার্মিনাল ঘাট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে ৫০টির অধিক লঞ্চ ছেড়ে যায় ও বিভিন্ন ঘাট থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে।

কিন্তু গতকাল থেকে যাত্রী সংকটের কারণে কোনো লঞ্চ ঘাট ছেড়ে যায়নি এবং অন্যত্র থেকে ঘাটে আসেনি। তবে আজ সকাল ৮টায় ঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় যাত্রা স্থগিত করা হয়েছে।এদিকে দূরপাল্লার নদী পথের যাত্রীরা সকাল থেকেই নিজ নিজ গন্তব্যে যেতে লঞ্চঘাটে ভিড় জমান।

তবে হঠাৎ লঞ্চ যাত্রা স্থগিত করায় তারা হতাশ হয়ে ফিরে গেছেন। সড়কপথে গাড়ি না থাকায় তাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক যাত্রী।চাঁদপুর সদরের আবির খান নামে এক কলেজশিক্ষার্থী অভিযোগ করে বলেন, সকাল ৭টার দিকে ঘাটে এসে বসে আছি।

সঙ্গে আমার মা রয়েছেন। ৮টায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও এখন ১০টা বাজে। কিন্তু এখন পর্যন্ত লঞ্চ কর্তৃপক্ষ দুইবার সময় বাড়িয়ে যাত্রা স্থগিত করেছে। এদিকে সড়ক পথে গাড়ি না থাকায় মাকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট পরিদর্শক বাবু লাল বৈদ্য বলেন, আমরা কিংবা সরকার জাহাজ মালিকদের লঞ্চ চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেইনি। যাত্রী সংকটের কারণে তারা লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান রাজা বলেন, পদ্মা সেতু হওয়ার পর থেকেই আমরা লোকসানের মধ্যে ব্যবসা পরিচালনা করছি। গত কয়েক দিন  যাত্রী একেবারে কমে গেছে। তাই লঞ্চের সিডিউলে বিপর্যয় ঘটেছে। যাত্রী হলে লঞ্চ চলবে। লোকসান দিয়ে তো লঞ্চ চালানো যাবে না। লোকসানের মুখে পড়ে এ পর্যন্ত প্রায় ৮টি লঞ্চ কেটে বিক্রি করা হয়েছে। কোনো সমাবেশের জন্য নয়, যাত্রী সংকটের কারণেই লঞ্চ চলাচল বন্ধ আছে।

ঊষার আলো-এসএ