ঊষার আলো ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করা হয়েছে। ৫ ঘণ্টা তল্লাশী চালিয়ে সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। ওই ছাত্রী ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটেছে।
সাদিয়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ছাত্রী। সে নগরীর হালিশহর থানার বড়পোল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। দুই ভাই এবং দুই বোনের মধ্যে সেহেরীন সবার বড়।
সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় আগ্রাবাদের শেখ মুজিব সড়ক সংলগ্ন নবী টওয়ারের পাশের নালায় হঠাৎ করে পড়ে যান শিক্ষার্থী সাদিয়া। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের পর আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
(ঊষার আলো-আরএম)