ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় আহত রওশন মিয়া (৩৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার উপজেলার ফুলপুর গ্রামে নিহতের ওপর হামলা চালানো হয়।
সাত সন্তানের জনক রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরে ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত রওশনের বাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল। ঘরে প্রবেশ করে পরিবারটির সদস্যদের বেঁধে ফেলে তারা। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের মারধর করে। এতে রওশন ও তার স্ত্রী আছমা বেগম আহত হন।
পরে ডাকাতরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রওশনের অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন, ‘ডাকাতের হামলায় আহত রওশন মারা গেছেন। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঊষার আলো-এসএ