UsharAlo logo
সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান

pial
জুন ২৬, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে।
রমিজ রাজা বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড পাকিস্তানে আসবে। সে সফরের তারিখের ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটের আয়োজনে আমরা সিরিজ খেলার এক সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা ওই কন্ডিশনে আরওখেলার সুযোগ পাবে, সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করারও।’

এ সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। আর সেরা দুই দল খেলবে ফাইনালে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও তাদের সূচি প্রকাশ করেনি। কিন্তু শিগগিরই তা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)