UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারে ৯ বিক্ষোভকারী নিহত

ঊষার আলো
মার্চ ৩, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে  নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত হয়েছে। বুধবার (৩মার্চ) দেশটির মান্দালয়তে, ইয়াঙ্গুনে, মিংগিয়ান শহরে ও সাগাইং অঞ্চলের মনওয়া শহরে এঘটনাটি ঘটেছে।

দেশটির মান্দালয় শহরের বিক্ষোভস্থলে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম এতথ্যটি জানিয়েছেন। বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরেক জনের মৃত্যু হয়েছে।
মোনিওয়া গ্যাজেট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর মোনিয়াতে পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। মধ্যাঞ্চলের আরেক শহর মায়েনগিয়ানে গুলিবিদ্ধ হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।
গত ১ ফেব্রæয়ারি সামরিক বাহিনী অভুত্থানের মাধ্যমে অং সান সু চিসহ মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট এবং অধিকাংশ মন্ত্রীকে গ্রেফতার করে। এরপর থেকে দেশটির সর্বস্তরের জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

অভ্যত্থানের বিরুদ্ধে শান্তিপূর্ণ এই বিক্ষোভ সহিংসভাবে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৩০ জন বিক্ষোভকারী নিহত হন।

 

(ঊষার আলো-আরএম)