UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সারাদেশে পর্যাপ্ত পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি একথা বলেন।

এসময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

এসময় সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় সেনাপ্রধান হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি।