চাঁদপুরের হাজীগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. শাহজালাল মনা (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে পৌরসভাধীন মকিমাবাদ এলাকার চৌধুরী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পেশায় রাজমিস্ত্রি মনা উপজেলার বদরপুর এলাকার করিম মিজি বাড়ির দেলোয়ার মিজির ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকে নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলেন মনা। বাঁশ খুলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন মনা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্ত্রী রিফা সুলতান জানান, ‘কাজ করতে গিয়ে সে পা পিছলে পড়ে গেছে। তার মৃত্যুতে কারো বিরুদ্ধে আমার ও আমার স্বামীর পরিবারের কোনো অভিযোগ নেই।’
ঊষার আলো-এসএ