UsharAlo logo
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিশ্চিত জেতা ম্যাচ হেরে যে ব্যাখ্যা দিলেন সোহান

usharalodesk
নভেম্বর ২৮, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : কীভাবে নিশ্চিত জেতা ম্যাচ হারা যায় গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে সেটাই দেখাল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শেষ ১৯ বলে যেখানে ১৩ রান করলেই জয় নিশ্চিত; হাতে ৬ উইকেট। সেখানে কিনা জয় তুলতে পারেনি রংপুর। কোনো রকমে স্কোরবোর্ডে সমতা টেনে ম্যাচ নিয়ে গেছে সুপার ওভারে।

সেখানে প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকসকে ১৩ রানের টার্গেট দিলেও শেষ পর্যন্ত ১ বল আগে ম্যাচ হারে নুরুল হাসান সোহানের দল। এমন হারকে অত্যন্ত হতাশাজলক বলে অভিহিত করেছেন সোহান। ম্যাচ শেষে টুর্নামেন্টে দারুণ শুরুর সুযোগ হাতছাড়া করার আক্ষেপ ঝড়েছে তার কণ্ঠে।

এদিন গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। পরে সুপার ওভারে হারে রংপুর।

শেষ ৩ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সমীকরণ মেলাতে না পেরে আক্ষেপ করে অধিনায়ক সোহান বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। টুর্নামেন্ট ভালোভাবে শুরু করার খুব দারুণ সুযোগ ছিল। এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম।’

ম্যাচে দারুণ বোলিং করলেও সুপার ওভারে দলের হারের কারণ হয়েছে জ্যাক চ্যাপেল। তবে এটিকে কারণ হিসেবে দায়ী করছেন না সোহান। তার মতে, ‘সে (জ্যাক চ্যাপেল) সত্যিই খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয় সে আমাদেরকে ছন্দটা ধরিয়ে দিয়েছিল। প্রথম দশ ওভারের পর আমরা বেশ ভালো অবস্থায় ছিলাম। পনেরো ওভার পর আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এরপর আমরা এটা মিস করেছি। আমার মনে হয় রান আউট দুইটির কারণে আমাদের ম্যাচ হারতে হয়েছে।’

গায়ানার উইকেটের আচরণ নিয়ে সোহান বলেন, ‘উইকেটটা একটু ট্রিকি ছিল। তাই ব্যাটসম্যানদের উইকেটের দিকে ফোকাস করার প্রয়োজন ছিল। বল মাঝে-মাঝে নিচু হয়ে আসছিল। কিন্তু ব্যাটে খুব ভালোভাবে আসছিল।’

ঊষার আলো-এসএ