UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ নিয়ম চালু হবে আইপিএলে!

ক্রীড়া ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

করোনা মহামারীর সময়ে বলে থুতু ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিল আইসিসি। এখনও চলছে সেই নিয়ম। পেসাররা বিষয়টি মানতে পারছেন না। স্পিনারদেরও জোর আপত্তি। তবে নিষিদ্ধ ওই নিয়মটি উঠিয়ে দিতে পারে আইপিএল।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তোলার চিন্তাভাবনা করছে। আইপিএলেই হয়তো দেখা যেতে পারে বল পালিশ করার জন্য বোলার-ফিল্ডাররা লালা ব্যবহার করছেন।

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘কোভিডের আগে পর্যন্ত বলে লাল ব্যবহার করা যেত। কিন্তু করোনার সময়ে তা নিষিদ্ধ হয়। এখন আর মহামারী নেই। ফলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতেই পারে।’

আইপিএলে অংশগ্রহণকারী সব দলের ক্যাপ্টেনদের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনার সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা আরও বলেন, ‘লাল বলের ফরম্যাটে লালার প্রভাব রয়েছে তবে সাদা বলের খেলায় লালা ব্যবহার করলে যদি সামান্য সাহায্য পায় বোলাররা, সেই নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে। আইপিএলে লালা ব্যবহার করা যেতেই পারে।’

কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে আইসিসির কাছে লালা ব্যবহারের আবেদন করেছিলেন মোহাম্মদ শামি। ভারতের তারকা পেসারের মতো অনেকেই এই বিষয় নিয়ে সোচ্চার। তবে আইপিএলে বলে লালা ব্যবহার হলেও, আইসিসির কোনো টুর্নামেন্টে এখনও নিষিদ্ধ।

ঊষার আলো-এসএ