UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা

usharalodesk
মে ৫, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নেত্রকোণার মদন উপজেলায় ধান কাটার কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মে) সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম খায়রুল মিয়া (২৯)। তিনি মাখনা গ্রামের মৃত আব্দুস সালেকের ছেলে।মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুনেছি ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে কাচি (কাস্তে) দিয়ে গলা কেটে খায়রুলকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ঊষার আলো-এসএ