UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় ভাইদের এলোপাতাড়ি কোপে যুবলীগ নেতার মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নেত্রকোনার বারহাট্টায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম মোঃ রুবেল মিয়া (৪০)। তিনি একই গ্রামের মোঃ শামছুদ্দিনের ছেলে। তিনি আসমা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা যায়।
নিহতের বোন জোছনা ও স্থানীয়রা বলেছেন, দীর্ঘদিন ধরে রুবেলের সাথে তাদের সৎ-চাচাতো ভাই কাইয়ুম, কাদির ও শাহজাহানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারা রুবেলের বিরুদ্ধে অনেক মামলাও করে। মামলার রায় রুবেলের পক্ষে আসলেও তারা জমির দাবি ছাড়েনি। এলাকার মাতব্বর ও থানার পুলিশ বার বার বিরোধ মীমাংসার চেষ্ঠা করেও লাভ হয়নি। তারা বিভিন্ন সময়ে রুবেলকে মারধোর করে আবার তার বিরুদ্ধেই মামলা দিয়েছে। আজ সন্ধ্যায়ও আমাদের চাচাতো ভাইয়েরা রুবেলকে খুন করবে বলে চিল্লাচিল্লি করেছে। খুনের কথা ভাই বিশ্বাস না করে গ্রামের চায়ের দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে রাজনের ঘরের পেছনে আসলে চাচাতো ভাইয়েরা রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক হাসপাতালে ছুটে যান। তিনি রুবেল হত্যার নিন্দা এবং দোষীদের অবিলম্বে আটকের দাবী জানিয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জড়িতদের আটকের চেষ্ঠা চলছে।

(ঊষার আলো- এম.এইচ)