রয়েল দত্ত : সারা দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম চলছে।
তারই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর রোজ বুধবার সকাল ৯টা থেকে নিবন্ধন করা ৫ থেকে ১১ বছর বয়সি ছাত্রছাত্রীদের ১ম ডোজ টিকা দেওয়া হয়েছে নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া কিন্ডার গার্টেন স্কুলে। সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের প্রধান শিক্ষিকা শিখা চৌধুরীর নেতৃত্বে ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীরা টিকা নেওয়ার জন্য সুশৃঙ্খলভাবে লাইিনে দাঁড়ান।
১ম শ্রেণীর ছাত্র অনিরুদ্ধ দত্তের অভিভাবক প্রিয়া চৌধুরী প্রতিবেদককে জানান, আমরা খুব আনন্দিত সন্তানদের বিনামূল্যে টিকা দিতে পেরে। এইজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
(ঊষার আলাে-এফএসপি)