ঊষার আলো রিপোর্ট : নড়াইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অসুস্থ অবস্থায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মুন্তাজকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
জানা যায়, ২১ মার্চ রোববার দুপুরে নড়াইল সদর উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে পঞ্চাশোর্ধ্ব মুন্তাজ। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে তাকে সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত মুন্তাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আ ফ ম মুশিউর রহমান বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার প্রবির কুমার বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে মুন্তাজকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছে।
(ঊষার আলো- এম.এইচ)