UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত

usharalodesk
জানুয়ারি ৬, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : নড়াইলে তিনদিনব্যাপী চতুর্থ নড়াইল সদর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ নড়াইল সদর উপজেলার আয়োজনে শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গত ৪ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় ফিরে যান।

এর আগে গত ২জানুয়ারী বিকেলে উদ্বোধনের মধ্যদিয়ে তিনদিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু হয়। উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা সভাপতি সাদিয়া ইসলাম।

ক্যাম্পুরীর দ্বিতীয় দিনে ৩ জানুয়ারী সন্ধ্যায় মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ। মহাতাবু জলশায় অংশ্রগহণকারী দল আগুন জ¦ালিয়ে নাচ, গান. কৌতুক, অভিনয় সহ বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করেন। এছাড়া তিনদিনে অংশগ্রহণকারীদের পিটি ব্যায়াম, গ্রান্ডিয়েল, মেধা যাচাই, খেলাধুলা, প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে ধারণা দেয়া হয়।

কাব ক্যাম্পুরিতে নড়াইল সদর উপজেলার ১৪টি দল অংশগ্রহণ করেন।