UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিষ্ঠুরতার শিকার দুইশ’ হাঁস

usharalodesk
জুন ১৬, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চোখের সামনেই দাপাতে-দাপাতে নির্মমভাবে মারা গেলো দুইশ’ হাঁস। মারা গেলো একটি স্বপ্ন ছিড়ে গেলো অজস্র সপ্নজাল। সসম্প্রতি নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ৯নং বাঐসোনা ইউনিয়নের, নলামারা গ্রামের মোঃ আব্দুল হান্নান মোল্যার পূএ তরুন উদ্যোক্তা মোঃ রায়হানের সপ্ন ভঙ্গের এক নির্মম ঘটনা ঘটে গেল। অন্যের কাছ থেকে ধার দেনা করে চারশ’ হাস কিনে শুরু করে তার সপ্নের যাত্রা। বাচ্চা আনার ঠিক পরের দিনেই মরতে শুরে বাচ্চা। হতাশ হয়ে সপ্নবাজ তরুন রায়হান ছুটতে থাকে কালিয়া উপজেলা পশু হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকের পরামর্শনুযায়ী চিকিৎসায় ও যাত্রায় বেঁচে যায় দুইশ’ হাঁস। বেঁচে যাওয়া হাঁসকে কেন্দ্র করেই সপ্ন বুনতে থাকে তরুন উদ্যোক্তা সপ্নবাজ রায়হান। কিন্তু সে সপ্ন আর পূরণ হলোনা তার।
গত ১৪ জুন পূর্বের ন্যায় হাসঁ বাড়ির পাশে ডাকাতিয়ার বিলে খেতে যায়। ঐ বিলে অবৈধ উপায়ে পাখি ধরার নিমিওে বাঐসোনা গ্রামের কতিপয় দুর্বৃত্ত ধানের সঙ্গে বিষ মাখিয়ে জমিতে ছিটিয়ে রাখে।সেই বিষ মাখা ধান খেয়ে মারা যায় সপ্নবাজ তরুন উদ্যেক্তা রায়হানের ২০০ টি হাঁস। আহাজারি আর কান্নার রোলে পিনপতন নিরবতা এবং শোকের মাতাম বয়ে চলছে এক মাএ নতুন উদ্যোক্তা রায়হানের পরিবারে। এই নির্মমতার সঠিক বিচার না হলে ভেঙ্গে যাবে এরকম হাজারও রায়হানের স্বপ্ন। তাই প্রশাসনের নিকট এলাকাবাসি অভিযুক্ত ব্যাক্তিকে দ্রূত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে।
(ঊষার আলো-এমএনএস)