ঊষার আলো ডেস্ক : নড়াইলে দৈনিক সমকালের লোহাগড়া উপজেলা প্রতিনিধি রেজাউল করিমের গ্রামের বাড়ি সদর উপজেলার ধুড়িয়ায় চুরি হয়েছে। রোববার (২৩ মে) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাংবাদিক রেজাউল করিম জানান, রোববার গভীর রাতে তাদের উত্তর পাশের পাকা ঘরের দরজা খুলে চোর ভেতরে প্রবেশ করে। ওয়্যারড্রপে থাকা ৪০ হাজার টাকা, শো-কেস থেকে দু’টি মোবাইল ফোন, জমির কাগজপত্রসহ বেশ কিছু মালামাল চুরি করে। ঘটনাটি টের পেয়ে তার ছোট ভাই নজরুল ইসলাম চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সোমবার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
(ঊষার আলো-এমএনএস)