UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  পঞ্চগড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর দুই দিন ধরে বেড়েছে তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা বলছেন, এ অঞ্চলে ঠান্ডাটা বেশি মনে হয় রাতের বেলায়। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ঠান্ডার দাপট। রাত বাড়তে থাকলে তাপমাত্রা মনে হয় জিরো ডিগ্রিতে নেমে আসে।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝলমলে রৌদ্রময় সকাল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় আগের থেকে কমেছে শীতের মাত্রা। সকালেই ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্নআয়ের মানুষগুলোকে কাজে যেতে দেখা গেছে। শীতের তীব্রতা কমায় জনপদে দেখা গেছে কর্মচাঞ্চল্যতা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজ দুইদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সোমবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (১২ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ঊষার আলো-এসএ