UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পরীক্ষায় প্রক্সি দিতে আসা ৪ জনের শাস্তি

pial
জুন ৩, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ জুন) দুুপুরে পটুয়াখালী পলিটেকনিক ও জুবীলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রক্সি দেওয়ার এ ঘটনা ঘটে। পটুয়াখালী পলিটেকনিকেল ইনস্টিটিউট কেন্দ্র থেকে প্রক্সি দিতে আসায় ২ জনকে আটক করা হয়।

এরপর প্রক্সির সত্যতা পাওয়ায় কিশোরগঞ্জের মোঃ পাভেল ও ফরিদপুরের মোঃ জাহিনুর মুন্সি জাহিদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অপরাধে জুবীলী উচ্চ বিদ্যালয়ে প্রক্সি দিতে আসা পাবনার মোঃ মনোয়ার হোসেন ও এনামুল হক ইমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার পর এদেরকে সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের সাজা প্রদান করে কারগারে পাঠানো হয়।

(ঊষার আলো-এসএইস)