UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পথেরবাজারে ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে জখম

ফুলবাড়ীগেট প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পথেরবাজারে ৪ মাসের অন্তঃসত্ত্বানারীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গত ২১ মার্চ দুপুর ১ টার সময় পথের বাজার তারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী হাসিনা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে,

তিনি বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার রাকিব এর নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায় । এতে আমার স্বামি মাছুম খান ও আমার মা রহিমা এগিয়ে গেলে তাদেরকেও বেধড়ক পেটায় সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ভুক্তভুগি নারী এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।