UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট

ঊষার আলো
আগস্ট ১৫, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তালেবানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি। আজ রোববার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ইঙ্গিত দিয়েছে।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, তালেবান কমান্ডারদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পথ তৈরী করতে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।

তালেবান তাদের যোদ্ধাদের কাবুলে প্রবেশ করা হতে বিরত থাকার নির্দেশ দেওয়ার পর আফগান স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল সাত্তার মিরজাকাওয়াল রেকর্ড করা বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘আফগান জনগণের ভীত হওয়া উচিত নয়। শহরে কোনো প্রকার হামলা হবে না ও অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।’

(ঊষার আলো-এফএসপি)